বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্ট বিভাগের রায়কে সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ রায় আপিল বিভাগে টিকবে না দাবি করে আগামী রবি-সোমবারের মধ্যে আপিল করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার হাইকোর্টের রায় ঘোষণার পর বিকালে সংসদ অধিবেশনে এক অনির্ধারিত আলোচনায় এ কথা বলেন আইনমন্ত্রী।
সংসদ অধিবেশনের শুরুতেই পয়েণ্ট অব অর্ডারে দাঁড়িয়ে হাইকোর্টের রায় নিয়ে আলোচনা শুরু করেন জাতীয় পার্টির সংসদ সদস্য-এমপি ফখরুল ইসলাম। পরে জাতীয় পার্টির আরেক এমপি কাজী ফিরোজ রশীদ এবং জাসদের মইন উদ্দিন খান বাদলও কথা বলেন। তারা রায়ের বিষয়ে আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেন।
এ সময় আইনমন্ত্রী বলেন, আমরা সংশোধনীটা পাস করেছিলাম বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার জন্য, বিচারপতি-বিজ্ঞ বিচারকদের সন্মান অক্ষুণ্ন রাখার জন্য। আর্টিকেল ৯৬ এ সংশোধনীর আগে যেটা ছিল, তা হল মার্শাল ল ফরমান দ্বারা তৈরি। ১৯৭৮ এর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আমরা সেটা পরিবর্তন করতে গিয়েছিলাম।
তিনি বলেন, হাইকোর্ট সেটা আজকের রায়ে বলে দিলেন, এটা ‘ইলিগ্যাল’। এখনও আমি বলি এটা মোটেও ইলিগ্যাল নয়। উনারা যেটা বলছেন সেটা নট মেইনটেনেবল।
তিনি আরও বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। এখনও বিশ্বাস করি বিচার বিভাগ স্বাধীন। সেইজন্য আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব।