
সাতক্ষীরা প্রতিনিধি :- অপহরনের একদিন পর ভারতে পাচারকালে আমরা জুয়েল হোসেনকে আটক করে আমার বোনকে উদ্ধার করি। এ ঘটনায় আমার মামা বাদী হয়ে বেজেরআটি গ্রামের জহিরুল আলমের ছেলে জুয়েল হোসেনের বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। চলমান এই মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে ব্যর্থ হয়ে জুয়েল ও তার লোকজন আমার মামাদের বাড়িতে হামলা করেছে।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেন দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের জিয়াদ আলির ছেলে সেলিম হোসেন।
লিখিত বক্তব্যে সেলিম বলেন গত ২৬ মার্চ জুয়েল , তার ভাই খোকন, আলাউদ্দিন, আনসার মাস্টার, আনসারসহ কয়েকজন দলবদ্ধ হয়ে মামাদের বাড়িতে প্রবেশ করে মারপিট শুরু করে। তারা ভাংচুর করে তাদেরকে আহত করে। তারপরও তারা আমার আহত মামা মজিদ, রশীদ, বাক্কার ও রেজাউলকে পুলিশের হাতে তুলে দিয়ে মিথ্যা মামলা দেয়। পুলিশ তাদের মধ্যে তিনজনকে হাজতে পাঠালেও নিখোঁজ রয়েছেন ছোট মামা রেজাউল ইসলাম। এরপর জুয়েল ও তার বাহিনী ছোট মামা রেজাউলের বাড়িতে যেয়ে তার স্ত্রী ও সন্তানদের ভয়ভীতি দেখিয়ে বলে রেজাউলকে পেলে শেষ করে দেবো। সেলিম বলেন আমাদের ধারনা জুয়েল ও তার বাহিনী মামাকে অপহরন করেছে।
তিনি তার মামা রেজাউলকে উদ্ধার এবং জুয়েল বাহিনীর নির্যাতনের প্রতিকার দাবি করে সাতক্ষীরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেছেন।