
মিলন হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ
নওগাঁর বদলগাছী উপজেলার উপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী। উপজেলার পূর্ব পাশ দিয়ে প্রবাহিত তুলশীগঙ্গা নদী। নদী দু’টির বেরী বাঁধের বেহলা অবস্থার সৃষ্টি হলেও এখনও পর্যন্ত সংস্কারের কোন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ড। এলাকাবাসীর মধ্যে বিগত বর্ষা মৌসুমে নদীর বেরী বাঁধের ভয়াবহ পরিস্থিতির আতংক এখনও কাটেনি। আধাইপুর ইউপির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, বিগত বর্ষা মৌসুমে দেশের উত্তরাঞ্চল ভয়াবহ বন্যায় প্লাবিত হয়ে পড়লে বদলগাছী উপজেলার উপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী ও তুলশীগঙ্গা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়। ছোট যমুনা নদীর সেনপাড়া বাঁধের পাকা সড়ক প্রায় ১ কিলোমিটার ১ ফিট পানির নিচে তলিয়ে যায়। স্থানীয় প্রশাসন, চেয়ারম্যান মেম্বারদের সহযোগিতায় হাজার হাজার গ্রামবাসী দিনরাত পরিশ্রম করে বালির বস্তা মেরে তা রক্ষা করে। এর মাঝেও ১৫-২০ জায়গায় ভয়াবহ ভাংগন দেখা দিলে এসকেভেটর মেশিন দিয়ে সেই ভাংগন রক্ষা করা হয়। চলে দিনরাত পাহারা। এলাকাবাসী জানায় নদীর পুরো বাঁধই যেন ভাংগনের সম্মূখীন হয়ে পড়ে। ছোট যমুনা নদীর কদমগাছী বেরীবাঁধ, দেউলিয়া, দোনইল, ইদ্রাকপুর, তাজপুর, পারসোমবাড়ী, এনায়েতপুর সহ বেরী বাঁধের প্রায় অর্ধশতাধীক স্থানে মারত্বক ভাংগন দেখা দেয়। এলাকায় মাইকিং করার সংগে সংগে গ্রামবাসী বাড়ী বাড়ী বস্তা তুলে এসব ভাংগন রক্ষা করেছে। উৎসাহ যোগিয়েছেন স্থানীয় প্রশাসন। মাঠের ফসল, মানুষের স্বপ্ন, বাড়ী রক্ষায় হাজার হাজার জনগন বাঁধ পাহারা দিয়েছে দিনরাত। বিগত বন্যায় নদীর বাঁধের বেহাল অবস্থার সৃষ্টি হলেও এখন পর্যন্ত সংস্কারের কোন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ড। বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু বলেন বর্তমান শুষ্ক মৌসুমে নদীর বাঁধ সংস্কার করা না হলে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে আগামীতে মানুষের বাড়ী-ঘর রক্ষা করা কঠিন হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ জানান আমি বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সংগে কথা বলব। উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরীর সংগে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান বিষয়টি আমি খুবই উদ্বিগ্ন। তবে তিনি জরুরী ভিত্তিতে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সংগে যোগাযোগ করবেন বলে তিনি জানান। এ বিষয়ে নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সংগে বারবার মোবাইল ফোনে যোগোযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিচিভ করেননি।