শাহাদাত হোসেন আনোয়ার , মতলব চাঁদপুর প্রতিনিধিঃ
মতলব উত্তর উপজেলার ঠেটালীয়া বাজার সংলগ্ন বেড়ীবাঁধের উপর সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিব গুরুতর আহত হয়। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্র থেকে জানা যায়, ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের বাইতুল আকবর আলী শাহী জামে মসজিদের খতিব হাফেজ মোঃ আবুবকর ছিদ্দিক আজ ১৪ মার্চ দুপুরে শাহবাজ কান্দি থেকে অটো যোগে সিপাই কান্দি আসার পথে ঠেটালীয়া বাজার সংলগ্ন বেড়ীবাঁধের উপর অটোবাইক উল্টে পড়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। আহত খতিবকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অটোবাইক চালক মোঃ মমিন (৩৮) পিং মৃতঃ আঃ রশিদ গ্রাম পাঠানচক, মতলব উত্তর জানান, তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনি ও আহত হন কিন্তু মারাত্মক না। তিনি নিজে চলাফেরা করতে পারে। দূর্ঘটনা প্রতিনিয়তই মতলব উত্তরে হচ্ছে, এ দূর্ঘটনা হওয়ার অনেক কারণ রয়েছে। সেগুলোর মধ্যে সকল অটোচালকের প্রশিক্ষণ নাই, অনেক চালক মাদকাশক্ত। এগুলোর ব্যাপারে নজর দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরী।
তথ্যসূত্রঃসাংবাদিক গোলাম নবী খোকন সাহেব ছিলেন।
Please follow and like us: