নিজস্ব প্রতিবেদক: খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (৭ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ডুমুরিয়ার মাঝখানে একটি প্রেট্রোল পাম্প এর অদূরে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ন চন্দ্র মন্ডল (৬৮), আসাদুজ্জামান মোড়ল (২৮) ও সাকিবুল ইসলাম (৯)।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে আসা একটি বাস গুটুদিয়া থেকে আসা মাহেদ্রকে ধাক্কা দেয়। মাহেদ্র পাশের ভ্যানের উপর পড়ে। এতে ঘটনা স্থানে ভ্যানের যাত্রী নারায়ন চন্দ্র মন্ডল ও ভ্যান চালক আসাদুজ্জামান মোড়ল নিহত হন। এ সময় মাহেদ্রের তিনজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সাকিবুল ইসলাম মারা যায়।