রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেছেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার (বিপিএম)।
সোমবার (১৫ মার্চ) বিকাল ৫টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশ কমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।
এসময় তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার করে বাসযোগ্য পৃথিবী গড়তে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণের উপর গুরুত্বারোপ করেন। সেই সাথে তিনি কোনো পতিত জমি ফেলে না রেখে গাছ লাগাতে ও গাছের যতœ নিতে সকলকে আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ রশীদুল হাসান, পিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।