মুফিজুর রহমান নাহিদ, সিলেট প্রতিনিধি :
সিলেটের গৌরব কানাইঘাটের কৃতি সন্তান সড়ক পরিবহন ওমহাসড়ক বিভাগ,সড়ক পরিবহন ওসেতু মন্ত্রণালয়ের মানণীয় যুগ্ম সচিব মো: এহসানে এলাহী বলেছেন আজ থেকে আপনাদের সন্তানদের লেখা পড়ে করে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষা ক্ষেত্রে কানাইঘাট উপজেলা এখন আর পিছিয়ে নয়। প্রতিবছর এউপজেলা থেকে দেশের বড় বড় বিদ্যাপীঠে চান্স পেয়ে সোনার ছেলেরা পরিবারের পাশাপাশি এলাকার সুনাম ও গৌরব বয়ে আনছে। তিনি সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ২০১৬-১৭ অর্থবছরের এলজিএসপি৩ বরাদ্দ দ্বারা ঝিংগাবাড়ী ইউপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ ও ছাতা প্রদান অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন। ঝিংগাবাড়ী ইউনিয়নের পরিষদেও চেয়ারম্যান আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও সচিব মোহাম্মদ ইয়াহিয়া সিদ্দিকের পরিচালনায়, ৮নং ইউপির সদস্য সাইদুর রহমান মেম্বার এর কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।আরো বক্তব্যে রাখেন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সিলেট ৫ কানাইঘাট- জকিগঞ্জ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী,ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ। অনুষ্টানে বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সহ সভাপতি খন্দকার বাহার, সিলেট জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মৌলা, ওয়ার্ড সদস্য বদরুল ইসলাম, ছাত্রলীগ নেতা হারুণ রশীদ। মেলিনিয়াম টিভি ও জাতিয় দৈনিক অর্থনীতি পত্রিকার কানাইঘাট প্রতিনিধি সাংবাদিক আলিম উদ্দিন আলিম, ডিবি বার্তার বিশেষ প্রতিনিধি সাংবাদিক সিদ্দিকুর রহমান আদিল,তালাশ বার্তার ক্রেরাইম প্রতিনিধি সাংবাদিক আজাদ জয়নাল, হিলি টিভি ও জাতিয় দৈনিক মাতৃছায়া পত্রিকার কানাইঘাট প্রতিনিধি সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ প্রমুখ।
এদিকে শনিবার দুপুরে ৩৭ লক্ষ টাকা ব্যয়ে কানাইঘাট উপজেলার বুরহান উদ্দিন- রাস্তা হইতে সুরমা ডাইক পর্যন্ত তিনচটি উত্তর হারা রাস্তার শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন ও যুগ্ম সচিব মো: এহসানে এলাহী। এসময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।