ইমরান খান রাজ (দোহার প্রতিনিধি)
ঢাকার দোহার উপজেলায় পরিবেশ সংরক্ষণ, ধ্বংসরোধ ও প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ সবুজ বাংলা গড়ার উদ্দেশ্য নিয়ে “Green Climate Movement” নামে একটি সামাজিক ও পরিবেশ সচেতনতামুলক সংগঠন যাত্রা শুরু করেছে।
গত (২৪ ফেব্রুয়ারি) শনিবার সংগঠনের কার্যপরিধি সুপ্রসারিত করার লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে মো: বাবুল হোসেনকে সভাপতি, মুহাম্মদ রওশন আলীকে সাধারন সম্পাদক, শেখ নিশাত স্বর্নাকে সাংগঠনিক সম্পাদক এবং কাজী জিয়াদকে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য জনাব আতিকুর রহমান আতিক।