বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) চৌদ্দগ্রাম উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে কাজী মো: আব্দুস সাত্তারকে সভাপতি ও কাজী মোজাম্মেল হক লাওশানকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি বিএমবিএফের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান মিয়া ও সংগঠনের মহাসচিব সচিব এস এম সাইফুর রেজা গত ২৭ মার্চ আগামী দুই বছরের জন্য উক্ত কমিটি অনুমোদন প্রদান করেন।
কমিটির বিভিন্ন পদে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, সহসভাপতি মোঃ ওয়ালি উল্লাহ, মীর মোঃ আজিজুল হক, মোঃ ছায়েদ আহমেদ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আবুল কালাম, সহ সাধারণ সম্পাদক মোঃ শওকত আকবর, অর্থ সম্পাদক মোঃ আবদুল হালিম, সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম মানিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল মমিন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান ভূঁইয়া রনি, আইন সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, তদন্ত সম্পাদক মোঃ আবু শাহাদাত, প্রচার সম্পাদক মোঃ রাসেল, যুগ্ম প্রচার সম্পাদক মোঃ আলী হোসেন, সালিশ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী জামাল উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ সম্পাদক মোঃ ইমাম হোসেন, শিক্ষা সম্পাদক মোঃ খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, স্বাস্থ্য সম্পাদক উত্তম কুমার দাশ, ধর্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, সমাজ কল্যাণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভূঁইয়া সৈকত, মিডিয়া ও জনসংযোগ সম্পাদক আবদুল কুদ্দুস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবদুল মান্নান, শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ সম্পাদক মোঃ মহসিন, কৃষি সম্পাদক মোঃ হুমায়ুন কবির,যুগ্ম সম্পাদক নাজমুল হাসান কাউছার, মাদক ও নেশা প্রতিরোধ সম্পাদক মোঃ আব্দুল কাদের।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন(বিএমবিএফ) এর কুমিল্লা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা কো-অর্ডিনেটর গোলাম সরোয়ার সিফাত, রোটারি ক্লাব অফ চৌদ্দগ্রাম সেন্ট্রালের সভাপতি প্রভাষক শরিফুল আলম মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ।