
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন গতকাল রোববার বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ময়ুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান সভাপতি, ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বেলাল হোসেন মজুমদার সাধারণ সম্পাদক, ভোলইন বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মাহবুবুল হক ভূঁইয়া অর্থ সম্পাদক, দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আবুল কাশেম সহ-শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সোহরাব হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক, লক্ষীপদুয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছাব্বির আহাম্মদ ক্রিয়া সম্পাদক, মাহিনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, সহ-ক্রিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন।