আফ্রিকার দেশ ঘানার এক মুসলিম ধর্মীয় নেতা বলেছেন, সমকামিতার কারণে আল্লাহ ক্রুদ্ধ হন। আর এটি ভূমিকম্পের জন্য দায়ী।
মাল্লাম আব্বাস মাহমুদ নামের ওই ধর্মীয় নেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।
আব্বাস মাহমুদ বলেন, ‘একজন পুরুষ যখন অন্য একজন পুরুষের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হয় তখন আল্লাহ ক্রুদ্ধ হন। আর এ ধরণে জঘণ্য কর্মকাণ্ডের কারণেই ভূমিকম্প হয়।’
তিনি বলেন, সমকামিতার কারণে আল্লাহ এর আগে কয়েকটি জনপদ ধ্বংস করেছেন।
তিনি বলেন, ‘পবিত্র শিক্ষার পরিবর্তে আমরা কি এ ধরণের লজ্জাজনক কাজকে আমাদের সমাজে চলতে দিতে পারি? অবশ্যই না।’
উল্লেখ্য, ইসলামের দৃষ্টিতে সমকামিতা এক ভয়াবহ অপরাধ।
আল্লাহ তাআলা হযরত লুত আ. এর সময়ে একটি সম্প্রদায়কে শুধুমাত্র এই কারণেই সমূলে ধ্বংস করে দিয়েছিলেন যে, তারা সমকামী ছিল।