
ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়ায় বুঝতলা আবুবক্কর সিদ্দিকী হাফিজিয়া এতিমখানা ও সিনিয়র আলিম মাদ্র্রাসার দ্বিতল ভবন নির্মানের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বুধতলা মাদ্রাসা প্রাঙ্গনে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এবং চন্দনপুর ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীর সভাপতিত্বে উদ্বোধন পূর্বক এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম। চন্দনপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি এম মিজানুর রহমান, চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম। ‘বাংলাদেশ সরকার শিক্ষার মান উন্নয়ন করার লক্ষে দেশ যখন এগিয়ে উন্নয়নের মহাসড়কে’ ঠিক সেই সময়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরাও এই উন্নয়নের মহাসড়কের অংশীদার হতে চাই’ তাই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রেখে তার হাতকে শক্তিশালী করার জন্য সবাই এগিয়ে আসবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার মেধাবী সাবেক ছাত্রনেতা সমাজসেবক এড আহসান কবীর টুটুলের সার্র্বিক অর্র্থায়নে বুধতলা মাদ্রাসার এই দ্বিতল ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হাসান মাসুদ পলাশ, ইউপি সদস্য ওলিয়ার রহমান, লিয়াকত গাজী, ইউপি সদস্য এরশাদ আলী, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আলহাজ্ব জোহর আলী হাবিলদার, তোফাজ্জেল আহম্মেদ, আসাদুজ্জামান কালু, শ্রীরামপুুর বিবিআরএনএস হাইস্কুলের প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিকী, সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মোমিন, সহ-সভাপতি সহকারি প্রধান শিক্ষক আলমগীর আজাদ, চন্দনপুর ইউপি আওয়ামীলীগের অর্থ-সম্পাদক রুহুল আমিন, মাদ্রাসার এতিমখানার সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব আব্দুল গফ্ফার, চন্দনপুুর ইউনিয়ন পরিষদের কৃষি অফিসার হুমায়ন কবীর মিলন, সাংবাদিক রাজিবুল ইসলাম রাজিব, ম্যানেজিং কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, ফেরদৌসি খাতুন, ক্যাশিয়ার হাজী আব্দুল ওহাব, লাইব্রেরি শিক্ষক সেলিম রেজা, মাষ্টার মিজানুর রহমান, বুঝতলা বাজার কমিটির সভাপতি ফজলুর রহমানসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ। আলোচনা সভা শেষে মাটি কেটে মাদ্র্রসার দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করেন নেতৃবৃন্দ। এছাড়া মাদ্র্রাসার সার্র্বিক মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রসার সুপার আব্দুল হাই।