সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের অধীনের ইউনিট রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ার পরেও সম্মেলন না হওয়ায় উক্ত উপজেলার আওয়ামীলীগ, অংগ সংগঠনের নেতা কর্মীদের মাঝে হতাশা ও স্থবিরতা তৈরী হয়েছে । যার নেগেটিভ প্রভাব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পরবে বলে আশংকা করছেন বর্তমান ও সাবেক নেতা কর্মীরা।
প্রসঙ্গত- রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের ১১-০৯-১৩ তারিখে অনুমোদিত হয়েছিল এবং বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ন হয়েছে ২০-০৯-২০১৬ তারিখে।
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন স¤পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত ১২ মার্চ ২০১৭ তারিখের জরূরী নোটিশে মেয়াদ উত্তীর্ন কমিটি গুলোর সম্মেলন দ্রুত সময়ের মাঝে স¤পন্ন করার ¯পষ্ট নির্দেশনা থাকলেও কোন অদৃশ্য কারনে সম্মেলন হচ্ছে না –এই বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেক নেতা কর্মীরা।
রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা, সাবেক সাধারন স¤পাদক বর্তমান সহ-সভাপতি শেখ মোঃ আবু বক্কার সিদ্দিক বলেন “ বর্তমান কমিটির মেয়াদ অনেক দিন হলো উত্তীর্ন হয়েছে । সামনে জাতীয় সংসদ নির্বাচন , তাই দ্রুততার সাথে সম্মেলন স¤পন্ন করে সংগঠনকে গতিশীল করতে হবে”।
রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের আরেক প্রবীন নেতা ও সাবেক সাধারন স¤পাদক অধ্যাপক হানিফ উদ্দিন সরকার জানান- “ রাজাকার ও শান্তি কমিটির নেতাদের সন্তানেরা যেন নেতৃত্বে না আসতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। পারিবারিক ইতিহাস জেনে দক্ষ ও পরীক্ষিত ব্যক্তিদের নেতৃত্বে আনতে হবে। পুর্বে যারা দলকে কলুষিত করেছিল তাদেরকে তৃণমূলের নেতা কর্মীরা নেতৃত্বে চায় না। জেলা আওয়ামীলীগের উচিত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে দ্রুত সময়ের মাঝে রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন করা”।