এম মনসুর আলী, সরাইল।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা,পানিশ্বর অরুয়াইল,পাকশিমুল ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের প্রতিথযশা ভোকেশনাল ট্রেনিং সেন্টার এমিটি(ঢাকা)।
গতকাল শুক্রবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত এমিটি ট্রেনিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিনের নিজ বাড়ি চুন্টায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- এমিটি ট্রেনিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন, জে সিনারজি পিটিই লিমিটেড এর ডিরেক্টর জনসন উং অরুয়াইল ইউপির সাবেক চেয়ারম্যান কুতুবউদ্দিন ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক সমাজের সভাপতি মো.সানাউল্লাহ ভূঁইয়া, নয়া আলোর সরাইল প্রতিনিধি মনসুর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল বিতরণ কালে এক প্রশ্নের জবাবে এমিটি ট্রেনিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন বলেন, এখন যেহেতু প্রচন্ড শীত তাই এলাকার শীতার্ত মানুষ, যাদের শীত বস্ত্রের অভাব আছে তাদের শীত বস্ত্র দিয়ে সহযোগীতা করার চেষ্টা করছি। আশা করি আমাদের মতো যারা সামর্থ্যবান মানুষ আছেন তারা যদি আশেপাশের মানুষদের শীত বস্ত্র ও অন্যান্য জিনিস দিয়ে সহযোগীতা করেন তাহলে আমাদের এলাকা থেকে দারিদ্রতা বা প্রোপার্টি দূর হবে এবং মানুষের কষ্ট কিছুটা লাগব হবে ইনশাআল্লাহ। অন্যদেরকে উৎসাহিত করা এবং গরীব মানুষদের সহযোগীতা করাই আমাদের উদ্দেশ।