এম.মনসুর আলী,সরাইল(হাওরাঞ্চল)থেকে।।
সরাইলে সফিকুল রহমান নামের এক ব্যক্তি নিজের দোকানে স্টিকার এটে সিগারেট বিক্রি নিষিদ্ধ ঘোষণা দেয়ায় এএসপি(সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির সরাইল সার্কেল ও সরাইল থানার পক্ষ থেকে তাকে ফুলের সংবর্ধনা দেন।
সরাইল বড় দেওয়ানপাড়ার ‘ঠাকুর স্টোর’ এর মালিক মো.সফিকুল ইসলাম তার নিজ দোকানে মরণ নেশা সিগারেট বিক্রি করেননা এবং আশেপাশের দোকানদারকেও সিগারেট বিক্রি না করার পরামর্শ দেন। বাংলাদেশে শহর-থেকে গ্রামে এমন কোন দোকান নেই যেখানে বিড়ি সিগারেট বিক্রি হয়না। একমাত্র সরাইলের ‘ঠাকুর স্টোরই’ ব্যতিক্রম। এটি সম্পূর্ণ সিগারেট মুক্ত দোকান।
গতকাল রবিবার সরাইল সার্কেলের এএসপি মো.মনিরজ্জামান ফকির সরাইল থানার অফিসার্স ইনচার্জ মফিজ উদ্দিন ভুঁইয়াসহ এলাকার লোকজনকে নিয়ে ‘ঠাকুর স্টোর’ এর মালিক মো.সফিকুল ইসলামকে মাদকের বিরুদ্ধে ভিন্ন রকম প্রচারণা চালানোর জন্য তাকে ফুলের সংবর্ধনা দেয়।
এসময় মো.মনিরুজ্জান ফকির বলেন,“প্রত্যেকটা দোকানে যদি সিগারেট বিক্রি না হতো তাহলে হয়তো আমাদের নতুন প্রজন্ম বিশেষ করে ছাত্র সমাজ সিগারেট এর নাগালের বাইরে থাকত। ফলে তারা মাদকাসক্ত হয়ে পড়ত না। আসুন-আমরা সবাই ভালো কাজের জন্য মানুষকে পুরস্কৃত করি। উৎসাহ দেই।সমাজটাকে বদলাই। এদেশ এ মাটি আমাদের।এদেশকে পরিশুদ্ধ রাখার দায়িত্ব আমাদের সবার”।
Please follow and like us: