
এম মনসুর আলী,সরাইল ব্রাক্ষনবাড়িয়া প্রতিনিধি-
ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের রাস্তাঘাট-অলিগলিতে দিন দিন বেওয়ারিশ কুকুরের সংখ্যা গাণিতিক হারে বাড়ছে, তাতে জনগণ, দোকানদার ,স্কুলগামী ছেলে-মেয়ে ও ক্রেতা সাধারণ কুকুরের ভয়ে সদা আতঙ্কগ্রস্ত ।হৃষ্টপুষ্ট ভয়ংকর চেহারার কুকুরগুলো দলবেঁধে সকাল হতে না হতেই রাস্তায় রাজকীয় ঢঙে চলাফেরা , বিশৃঙ্খল দৌড়াদোড়ি ওডাকাডাকি শুরু করে।প্রায় প্রতিমাসেই দু-একজন এলাকাবাসীকে এই বেওয়ারিশ কুকুরগুলো কামড়ায় । কুকুরের কামড়ের ভয়ে ক্রেতা সাধারণ,ছাত্র-ছাত্রী সাধারণ জনগণ বাজারের রাস্তা দিয়ে হাঁটতে আতংকবোধ করছে।একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে আতঙ্ক সৃষ্টি হচ্ছে।মানুষের নিরাপওার জন্য জরুরি এই জনবহুল বাজারের কুকুর নির্ধন করা প্রয়োজন।আমাদের সরাইল আসনের (ব্রাহ্মণবাড়ীয়া -২) মাননীয় সংসদ সদস্য জিয়াউল হক মৃধা ,ও উপজেলা ভাইস চেয়ারম্যান শের আলম নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকায় বিভিন্ন জনবান্ধব পদক্ষেপ নিয়ে প্রশংসা কুড়াচ্ছেন।তাই মাননীয় সংসদ সদস্যও উপজেলা ভাইস চেয়ারম্যানের কাছে আমার বিনীত অনুরোধ, বেওয়ারিশ কুকুরের উপদ্রব থেকে অরুয়াইলবাসীকে রেহাই দিন। অবিলম্বে বিষপ্রয়োগে কুকুর নিধনের ব্যবস্থা করুন । স্কুলগামী ছাত্র ছাত্রী সাধারণ এলাকাবাসী, ব্যবসায়ী ,ক্রেতা সাধারণকে কুকুরের উৎপাত থেকে বাঁচতে দিন। পথচারীদের নির্বিঘ্নে নির্ভয়ে চলাচলের সুযোগ করে দিন।