এম. মনসুর আলী,সরাইল (হাওরাঞ্চল)।।
সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে মো.আব্দুল আজিজ
গতকাল ২০ মার্চ যোগদান করেছেন। সরাইলে যোগদানের পূর্বে তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি প্রথম চাকুরিতে(বিসিএস নন ক্যাডার) যোগদান করেন ২০১১ সালে। তাঁর গ্রামের বাড়ি নরসিংদীতে। ৫ ভাই ৩ বোন। ভাইদের মধ্যে তিনি চতুর্থ। ১৯৯৮ সালে তিনি এস. এস. সি পাশ করেন এবং সবশেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃ -বিজ্ঞানে অর্নাস ,মাস্টার্স সম্পন্ন করেন।
সরাইল প্রাথমিক শিক্ষা পরিবারের নতুন যোগ দেয়া প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আজিজ বলেন, “আসুন সকলে মিলে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের কাজটি আন্তরিকতার সাথে করি। তবেই দেশ পাবে একটি উন্নত জাতি।