১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




সর্বমহলে ক্ষোভ আগৈলঝাড়ায় চিকিৎসকের অবহেলায় স্বাস্থ্য সহকারীর মৃত্যু।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০১৮, ১৭:২১ | 713 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশাল প্রতিনিধিঃ-  বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসকের অবহেলায় এক স্বাস্থ্য সহকারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তার মৃত্যুতে উপজেলার সর্বমহলে ক্ষোভ ও শোকের ছায়া বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের রাজবিহারী সরকারের ছেলে উপজেলার বাকাল ইউনিয়ন স্বাস্থ্য সহকারী রামানন্দ সরকার (৪০) গত ৮ জানুয়ারী সোমবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে ওই দিন ভোর রাতে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তখন ডিউটিরত ডাক্তার আব্দুল্লাহ আল-মামুন রোগিকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি দেয়। পরবর্তীতে ৯ জানুয়ারী মঙ্গলবার সকালে রামানন্দ সরকারের অবস্থার অবনতি হলে তার পরিবারের লোকজন ডিউটিরত ডাক্তার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাফ হোসেনকে একাধিকবার ডাকতে গেলেও তিনি রোগীকে সারা দিনে একবারও দেখতে আসেনি বলে রোগীর পরিবারের অভিযোগ। রাতে অন্য ডাক্তার তানভির আহম্মেদ ডিউটিতে এসে রোগীর অবস্থা গুরুতর দেখে তাৎক্ষনিক ভাবে রাত আনুমানিক ১১টার দিকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন। গতকাল বুধবার সকাল ১০টায় চিকিৎসারত অবস্থায় রামানন্দ মারা যায়। রোগীর পরিবারের দাবি ডা.আলতাফ হোসেন রোগীকে দেখতে গেলে কিংবা তাকে সকালেই বরিশাল শেবাচিমে প্রেরনের ব্যবস্থা করলে হয়তো রামানন্দ মারা যেতনা। তার পরিবার আরো অভিযোগ করেন ডাক্তার ও নার্সদের অবহেলার কারনেই রোগী রামানন্দ সরকারের অকাল মৃত্যু হয়েছে। এব্যাপারে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক বলেছেন রোগিকে আরো আগে আনা হলে সে মারা যেতনা। এব্যাপারে অভিযুক্ত ডাঃ আলতাফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত মঙ্গলবার উপজেলার সকল স্বাস্থ্য সহকারীদের নিয়ে মিটিং ছিলো তখন উপস্থিত স্বাস্থ্য সহকারীরা আমাকে বলেনাই যে রামানন্দ হাসপাতালে ভর্তি। তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে বলেন রোগীর কোন আত্মীয়স্বজন আমার কাছে আসে নাই।
এ ব্যাপারে বরিশাল সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন বলেন, স্বাস্থ্য সহকারী রামানন্দ সরকার বরিশাল মেডিকেলে ভর্তি হবার পরে আমাকে ডাঃ আলতাফ হোসেন জানিয়েছে। আমি খবর নিয়ে দেখি সে মারা গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET