
নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি:- নওরিন তাবাচ্ছু অরপি ২০১৭ সালের জে,এস,সি পরীক্ষায় রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ব্রাইট প্রি ক্যাডেট স্কুল থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উপজেলায় দশম স্থান অধিকার করেছে। তার এ ফলাফলের জন্য শিক্ষক ও পিতামাতার অবদান রয়েছে। তার পিতা ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদের বাগমারা প্রতিনিধি সাংবাদিক জিল্লুর রহমান দুখু এবং মাতা সেলিনা খাতুন গৃহিনী। নওরিন তাবাচ্ছু অরপি ভবিষতে প্রসাশনিক কর্মকর্তা হতে চাই। সে সকলের কাছে দোওয়া প্রার্থী।
Please follow and like us: