
এহসান রায়হান,সাভার প্রতিনিধি- বাংলাদেশ অনলাইন সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক,বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক,স্বাধীনতা২৪ ডটকম এর সম্পাদক,দ্যা নিউজ টাইমের সম্পাদক,রেডিও স্বাধীনতার মহাপরিচালক সাংবাদিক মুনতাসির রায়হান মীমকে মুঠো ফোনে হত্যার হুমকি। বৃহস্পতিবার রাত ১ টা ২৩ মিনিটে ০১৭৩১১০৯৩২৭ অপরিচিত এই নাম্বার থেকে একটি ফোন আসে।ফোনে বলে কিরে মীম গাড়ি চাঁপায় তোকে মারলে তো কোন মামলা হয় না।তুই মৃত্যুর জন্য তৈরি থাকিস।মুনতাসির প্রতিউত্তরে বলে ভাই আপনি কে বলছেন,জবাবে সে বলে তোর বাপ বলছি। মুনতাসির স্থানীয় মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে,যাহার নংঃ১৬৭৮।