
ভোলা অফিস।
গত ০২ সেপ্টেম্বর রোজ রবিবার সাংবাদিক রিয়াজ উদ্দিন বাদশার মা হৃদ রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী অইন্নাইলাইহী রাজিউন। সোমবার জহুর নামায বাদ ভোলা ঈদগাহ ময়দানে জানাযার নামায অনুষ্ঠিত হয়। ভোলা গোরস্থান মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ছিলেন ভোলা বোরহানউদ্দিন আলিয়া মাদরাসা ও চাঁনপুরস্থ আলিয়া মাদরাসার প্রাক্তন প্রিন্সিপ্যাল মরহুম আলহাজ্ব মাওলানা মোস্তাফিজুর রহমানের সহ ধর্মীনি। ভোলা ভবানীপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান এটি,এম মোসলেউদ্দিন আবু মিয়ার বোন। সাংবাদিক রিয়াজউদ্দিন বাদশা সহ তিন ছেলে ও দুই মেয়ে রেখে ইন্তেকাল করেন। মরহুমার পরিবার বর্গ সকল ধর্ম প্রান মুসলমানের কাছে তার রুহের মাগফিরাত কামনা করেন।