
মোহাম্মদ রনি খাঁ,গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ- কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সদস্য মহিউদ্দিন মাহি ছাত্রলীগ নেতার হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।
সোমবার গবিসাসের সভাপতি রিফাত মেহেদী ও সাধারণ সম্পাদক মু্ন্নি আক্তার এক যৌথ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করেন। একই সাথে সাংবাদিক লাঞ্চনার ঘটনায় অভিযুক্তদের অতিদ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ঘটনার তীব্র সমালোচনা করে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো পরিসরে সাংবাদিক নির্যাতনের ঘটনা আসলেই দুঃখজনক ও নিন্দনীয়। এর সাথে জড়িতদের অতিদ্রুত দৃষ্টান্তমূল কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গতকাল (০১ এপ্রিল) বিকেলে ক্যাম্পাসের কাঁঠালতলায় বাংলা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মো. আব্দুর রহমান (শাখা ছাত্রলীগের সদস্য) ও একই বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী মো. নুরুদ্দীন রাসেল (শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক) তাকে র্যালগ দেয়ার উদ্দেশ্য ডেকে নেয়। এ সময় তারা মাহিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।