উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা। তাছাড়া উক্ত ঘটনার তীব্র নিন্দাও প্রকাশ করেছে ক্লাবের অন্যান্য সদস্যরা। নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের এক বিবৃতিতে তাঁরা বলেছেন, শ্যামল দত্ত জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির একজন অন্যতম সদস্য। তিনি দেশের একজন খ্যাতনামা গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রথিতযশা সাংবাদিক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করাটা অনভিপ্রেত। নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল নেতৃবৃন্দ এছাড়া ক্লাবের সহ-সভাপতি পৌর কমিশনার মাহবুব আলম, সহ-সাধারণ সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মোল্যা (বাগডাঙ্গা), নড়াইল থেকে প্রকাশিত দৈনিক ভোরের বাংলার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, দৈনিক প্রতিদিনের কণ্ঠের প্রতিনিধি বুলু দাস, দৈনিক বিডি খবরের প্রতিনিধি সাজ্জাদ এ ঘটনায় বিস্ময় ও তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি অবিলম্বে শ্যামল দত্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।