
আন্তর্জাতিক ডেস্ক- পাকিস্তানের প্রাদেশিক এক মন্ত্রী স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার নিজ বাড়িতে মন্ত্রী মির হাজার খান বিজারানি এবং তার স্ত্রী ফারিহা রাজাকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার পুলিশের বিবৃতির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মন্ত্রী মির হাজার প্রথমে তার স্ত্রীকে গুলি করেন, এরপর নিজেও আত্মহত্যা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে ওই পিস্তল দিয়ে গুলি করা বুলেট সংগ্রহ করা হয়েছে।
পাকিস্তানী সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়, পারিবারিক কলহের জের ধরে এই হত্যা ও আত্মহত্যা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। খবরে বলা হয়, মন্ত্রীর মাথায় একটি ও তার স্ত্রীর শরীরে তিনটি গুলি করা হয়।
মির হাজার খান বিজারানি পাকিস্তান পিপলস পার্টির নেতা এবং তিনি সিন্ধু প্রদেশের পরিকল্পনা এবং উন্নয়ন মন্ত্রী ছিলেন। তার স্ত্রী ছিলেন একজন সাংবাদিক।