একজন টিভি রিপোর্টার হয়ে দর্শকদের সামনে এবার হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি।
সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ চলচ্চিত্রে তাকে সাংবাদিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এর মধ্য দিয়ে এবারই প্রথম সাংবাদিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
পরীমনি বলেন, ‘নতুন নতুন চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক কিছুই শিখছি। দর্শকরাও আমাকে দেখছেন ভিন্ন সব রূপে। পাষাণ চলচ্চিত্রে আমি একজন সাংবাদিক। ছবির জন্য নিজেকে প্রস্তুত করেই ক্যামেরার সামনে দাঁড়াব। আশা করি, সাংবাদিক হিসেবে নিজেকে তুলে ধরতে পারব।’
সৈকত নাসির বলেন, পাষাণ ছবিতে পরী একদিকে খুব সাহসী, অন্যদিকে খুব চঞ্চল একটি মেয়ে হিসেবে তুলে ধরা হবে। কাজের জায়গা থেকে সে কখনোই কাউকে পরোয়া করে না। আর এ কারণে সাংবাদিক হিসেবে সে বেশ নাম কুড়ায়। এমন একটি চরিত্রে অভিনয়ের জন্য পরী এখন নিজেকে প্রস্তুত করছে।
শিগগিরই এ ছবির শুটিং শুরু হবে। ছবিতে পরীর সহশিল্পী কে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান পরিচালক।