যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ড কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আহবায়ক হারুণ অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুস সাত্তার।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কবি খসরু পারভেজ, অ্যাড. আবু বকর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সভাপতি আজিজুর রহমান, সিপিবির কেশবপুর শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, কবি মকবুল মাহফুজ, কবি নজরুল ইসলাম, অবসর প্রাপ্ত শিক্ষক বজলুর রহমান খান, সাংস্কৃতিক কর্মী উজ্জ্বল ব্যানার্জী প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা ২০১০ সালে ২৮ ডিসেম্বর যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উদ্বোধনকালে মহাকবি মাইকেল মধুুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়িতে মধুসূদনের নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে প্রধানমন্ত্রীর ঘোষণা অনতি বিলম্বে বাস্তবায়নের দাবি জানান। মতবিনিময় সভার প্রধান অতিথি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুস সাত্তারকে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে।