আমি নিতান্ত করি মানুষের খোঁজ
জনতার মাঝে ঘুরপাকিয়ে যাই রোজ।
মনুষ্য মনুষ্যত্ব আছে বই পড়ে যারা
সমাজ গড়ে তুলতে পারবে তারা।
মানুষ বলে সমাজে যাকে আমরা বুঝি
মানবিক গুন তার আছে কি একবার খুঁজি?
ধন-দৌলত বিদ্যা বুদ্ধি বিচার করে বলি
বৃক্ষরোপণ ছাড়া মনুষ্য দলে কি করে চলি?
মানুষ বলে খেপে যাই, ধ্বংস করে সব
জানোয়ার আর অমানুষের একই কলরব।
মানুষ আমরা যদি হতে চাই
সাহিত্য চর্চা আর নার্সারি দরকার ভাই।
অাধিপাত্যর জন্য মনুষ্যত্ব ছন্নছাড়া
আভিজাত্যর জন্য একে অন্যকে করি তাড়া।
মানবিক গুনের আজ বড়ই অভাব
জীবে প্রেম করা মানুষের স্বভাব।
মানুষ হতে হলে মনুষ্যত্ব দরকার
নিরন্তর করতে হবে সবার উপকার।
মানুষ বাঁচবে মানুষের অন্তরের মাঝে
স্বপ্নিল জগৎ সাজবে স্বর্গের সাজে।