সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরার আশাশুনিতে তিন ব্যাপী উন্নয়ন মেলা- ২০১৮ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার সকালে ৫০টি স্টল স্থাপনের মধ্য দিয়ে মেলা উদ্বোধন করা হয়।
সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশাল শোভা যাত্রা বের করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র-ছাত্রী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশ গ্রহণে শোভা যাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
শোভা যাত্রা শেষে মেলা প্রাঙ্গনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আশাশুনি জোনাল অফিসের এজিএম স্বপন কুমার পাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন ও আব্দুল আলিম মোল্যা, মেডিকেল অফিসার ডাক্তার সুমন ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, অধ্যাপক কৃষ্ণপদ মন্ডল, জনতা ব্যাংক কর্মকর্তা অনাথবন্ধু চক্রবর্তী, হাফেজ রুহুল আমিন।
মেলার আলোচনা সভা পরিচালনা করেন ইউ আরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার।
আলোচনা শেষে অতিথীবৃন্দ মেলার স্টল সমূহ ঘুরে দেখেন। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশ ব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দার মাধ্যমে মেলা প্যান্ডেলে প্রদর্শন করা হয়। মেলায় উপজেলা প্রশাসন, সকল ইউনিয়ন পরিষদ, সরকারী দপ্তর, এনজিও, পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলাদেশ পুলিশ, ব্যাংক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল স্থাপন করে সেখানে সরকারের উন্নয়ন ও সরকারী সহযোগিতা পেয়ে স্থানীয়ভাবে উন্নয়নের বিভিন্ন ভিডিও, স্থির চিত্র, ব্যানার, পোষ্টার, প্রকাশনা ও প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা হয়। মেলা প্রতিদিন সকাল থেকে দিনব্যাপী খোলা থাকবে।
মেলায় উৎসাহ ও আগ্রহ সহকারে দর্শণার্থী ও তথ্য পেতে আগ্রহীদের সমাগম দেখা যায়।