সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরার আশাশুনি উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা- ২০১৮ সফল করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
আগামী ১১ জানুয়ারী উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার ১ম দিন শুভ উদ্বোধন ঘোষনা মাধ্যমে যাত্রা শুরু করা হবে।
মেলার সকল কার্যক্রমের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে জানা যায়। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারের উল্লেখযোগ্য ১০টি উদ্যোগ ব্র্যান্ডিং, অর্জিত আন্তর্জাতিক স্বীকৃতি, সাফল্য ও পুরস্কার সম্পর্কিত প্রচার, রূপকল্প ২০২১ ও ২০৪১ এর উন্নত বাংলাদেশের প্রস্তাবনা সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করণ/ ২০৪১ অর্জন এবং বাস্তবায়নে জনগণকে সম্পৃক্তকরণ, এমডিজি’স অর্জনে সরকারের সাফল্য ও ধারণা দেয়া, এলাকার ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা তুলে ধরা, জেলার একটি অনন্য পণ্য নিয়ে ব্র্যান্ডিং, নারীর ক্ষমতায়নে সরকারের পদক্ষেপ, তথ্য প্রযুক্তি, সেবা খাত, অবকাঠামো উন্নয়ন, ইত্যাদি খাতে বাংলাদেশের অর্জন, বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, স্থানীয় উন্নয়ন চাহিদা সম্পর্কে অবহিত হওয়া, গণশুনানী গ্রহণ পূর্বক স্থানীয় সমস্যার তাৎক্ষণিক সমাধান এবং বিভিন্ন সরকারি/ বেসরকারি সংস্থা কর্তৃক জনগণকে প্রদেয় সেবা প্রদানের সুযোগ রেখে এই মেলা অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে মেলায় অংশগ্রহণ কারীদের মধ্যে সাজ সাজ রব রব ব্যস্ততা দেখা যায়।