
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরার আশাশুনি রিপোটার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রিপোটার্স ক্লাবের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
রিপোটার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সিনিয়র সহ সভাপতি আইয়ুব হোসেন রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যের সম্মতিক্রমে আগামী ২১জানুয়ারী ১৮ইং তারিখে দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি আকাশ হোসেন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক সুব্রত দাস, সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, প্রচার সম্পাদক প্রভাষক মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক এম এম নূর আলম, নির্বাহী সদস্য প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, অধ্যক্ষ আলামিন হোসেন ছট্টু, উত্তম কুমার দাস, সত্যরঞ্জন সরকার, বাপন মিত্র, তপন রায় প্রমুখ।