
মোঃ তাজমুল ইসলাম,তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন এলাকায় দেশীয় মাছ এখন বিলুপ্তের পথে। জলবায়ু পরিবর্তন ও জমিসহ আবাদি পুকুৃরে কীটনাশক ব্যবহার করায় জলাশায় গুলো থেকে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্তি হতে চলেছে। এ অঞ্চালের খাল-বিল পুকুরের পানি কমতে শুরু করার পাশাপাশি শুরু হয় মৎস নিধন কার্যক্রম উন্মুক্ত জলাশয়ে মৎস শিকারীদের হাত থেকে ডিমওয়ালা পোনা মাছ ও রেহায় পায়না।ফলে খাল,বিল,নদী,নালা থেকে বিভিন্ন প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে।গরমের মৌসুমে তালার কপোতক্ষ নদী,ঐতিহাসিক মথুরার বিল,উত্তর বিল ও নদ- নদীর পানি কমতে থাকে। এ সমায় মৎস জিবিরা পর্যায় ক্রমে মৎস শিকার শুরু করে।ব্যক্তি মালিকানায় প্রায় শত শত পুকুের মাছ চাষ হচ্ছে।তা অএ এলেকার চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে।এ অঞ্চলের নদী,নালা, খাল,বিল পুকুরের মাছের অভয়ারন্য সৃষ্টির পাশাপাশি ধানের জমিসহ চাষকৃত পুকুরে কীটনাশক ব্যবহার বন্ধকরতে না পারলে আগামীতে দেশী মাছ আর খুজে পাওয়া যাবে না।