সাতক্ষীরা প্রতিনিধিঃ- সাতক্ষীরার দেবহাটায় নাশকতার চেষ্টাকালে ৫টি ককটেল, ২টি ম্যাচ, কাঁঠের লাঠি, ১টি রামদাসহ ৩জন ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে নওয়াপাড়া ইউনিয়ন থেকে নাশকতার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার নুনেখোলা গ্রামের এলবাহার সরদারের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫৪), একই গ্রামের এনতাজ গাজীর ছেলে আবু সাঈদ (৪৫) ও খেজুরবাড়ি গ্রামের আনছার আলীর পুত্র আহম্মদ আলী (৩২) কে আটক করে।
থানা সূত্রে জানা যায়, সেকেন্ড অফিসার ইয়ামিন আলী, এস আই আব্দুস সামাদ, মাজেরিয়া হোসাইন, এএআই আবুল কালাম, আমজাদ হোসেন, শামিম হোসেনের নেতৃত্বে ওই রাতে পুলিশের একটি টহলদল অভিযান চালিয়ে নাশকতা কর্মকান্ডে লিপ্ত থাকার সময় হাতে নাতে ৫টি ককটেল, ২টি ম্যাচ, কাঁঠের লাঠি, ১রামদাসহ নামধারী ৩জন ব্যক্তিকে আটক করেন।
আটকের পর থানায় নিয়ে এসে নাশকতা মামলা দায়ের হয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।