
সাতক্ষীরা প্রতিনিধিঃ- সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখীপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারকৃত ৪ আসামির মধ্যে ৩ আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানী শেষে তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক এমএ জাহিদ।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিদুজ্জামান সাদ্দাম, জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও তালা উপজেলার জালালপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শিমুল মোড়ল।
উল্লেখ্য,গত ২জানুয়ারি রাতে পারুলিয়া বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে সখিপুর ইউপি চেয়ারম্যান রতনকে গুলি করে ২য় বারের মতন হত্যার চেষ্টা করেন নামধারী সন্ত্রাসীরা।
ঘটনার ৬ দিন পর হামলার শিকার আহত ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতনের মা মিনা বেগম মামলায় বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ ও সখীপুর ইউপির সাবেক চেয়ারম্যান জামায়াতের পৃষ্ঠপোষক মঈনুদ্দিন ময়নাসহ অজ্ঞাতনামা ৬ জনকে আসামি করে দেবহাটা থানায় একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করেন।
পুলিশ এজাহারভুক্ত আসামি সাদ্দাম হোসেন ও সন্দেহভাজন জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও তালা উপজেলার জালালপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শিমুল মোড়লকে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করেন।
একই মামলায় কালিগঞ্জের বন্দকাটি গ্রামের মুক্তিযোদ্ধা আরশাদ আলীর ছেলে নুরুল মোড়লকে ১১ জানুয়ারি এলাকা থেকে আটক করে।