সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরার সদর উপজেলা ফিংড়ীতে সরকারের সাফল্য ও উন্নয়ন ভবনা বিষয়ে ভিশন ২০২১ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় দিকে ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা তথ্য অফিসের আয়োজনে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব আসাদুজ্জামান বাবু।
জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামান মনিরের পরিচালনায় আয়োজিত মহিলা সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রাশি, আওয়ামীলীগ নেতা ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, বাঁশদাহ বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, আফসার উদ্দীন, আব্দুর রকিব ঢালী, সুকুমার সরকার, আশরাফ উদ্দীন, শেখ জাকিরুল হক, মহাদেব কুমার ঘোষ, মহিলা ইউপি সদস্য নাছিমা খাতুন, রোকেয়া বেগম প্রমুখ।