
এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ১৩জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে এ উপলক্ষে ছনকা বাজারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম শওকত হোনেন, সাধারণ সম্পাদক মো. শাহজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুমসহ আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের, আব্দুর রশিদ, আফাজউদ্দিন, রহিল উদ্দিন, আবু বক্কার সিদ্দিক, নূরুল হক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষকলীগ নেতা ও সাংবাদিক শাহজাহান কবির। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান,শামসুর রহমান ঢালী, আব্দুর রহমান, মফিজুল ইসলাম, মুছা আমিন, ফজলুর রহমান, মুজিবুর রহমান, মতিয়ার রহমান, মো. আব্দুল্লাহ, মৃত আবুল কাশেম, মৃত আব্দুর রশিদ, মৃত আবুল কাসেম ও আসাদুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।