৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




সাতক্ষীরায় চিকিৎসকের অহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০৫ ২০১৮, ১১:০৫ | 764 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিবেদক :- সাতক্ষীরায় চিকিৎসকের অহেলায় নিউমোনিয়া আক্রান্ত এক শিশুকন্যার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোর চারটার দিকে সাতক্ষীরা শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম শর্মিষ্ঠা দেবনাথ (১৩দিন)। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের সুমঙ্গল দেবনাথের মেয়ে। বুধহাটা গ্রামের রেখা দেবনাথ জানান, সাত দিন বয়সের মেয়ে শর্মিষ্ঠা নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাকে গত ২৭ ডিসেম্বর সাতক্ষীরা শিশু হাসপাতালের ১নং কেবিনে ভর্তি করা হয়। শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ এসএম জাকির হোসেন তার মেয়ের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শিশুটির বাবা সুমঙ্গল দেবনাথ জানান, তার মেয়ে শর্মিষ্ঠার শারিরিক অবস্থা নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন। এজন্য তারা ডাক্তারের কাছে খুলনায় স্থানান্তরের প্রয়োজন আছে কিনা তা জানার জন্য কয়েকবার বলেছিলেন। এরপরও তারা তাকে স্থান্তান্তরের পরামর্শ দেননি। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শর্মিষ্ঠার অবস্থার চরম অবনতির বিষয়টি সেবিকাদের মাধ্যমে নিশ্চিত হয়ে তিনি নিজে ডাঃ এসএম জাকির হোসেনকে মোবাইলে বার বার জানানোর চেষ্টা করেও ব্যর্থ হন। মোবাইলের সুইজ বন্ধ পান সংশ্লিষ্ঠ কর্তব্যরত সেবিকারাও। একপর্যায়ে বৃহষ্পতিবার ভোর চারটার দিকে শর্মিষ্ঠার মৃত্যু হয়। তিনি অভিযোগ করে বলেন, অবস্থার অবনতির পরপরই সুুচিকিৎসা দেওয়া গেলে শর্মিষ্ঠাকে বাঁচানো যেতো। ডাক্তারের অবহেলায় শিশুটি মারা গেছে বলে অভিযোগ করেন তিনি। সাতক্ষীরা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ এসএম জাকির হোসেন জানান, হায়াত-মৌত উপর আল্লাহ’র হাতে। যথাযথ চিকিৎসার ব্যবস্থা আগে থেকেই করা ছিল। তবে, মোবাইল সাইলেন্ট থাকার কারণে তা রিসিভ করা সম্ভব হয়নি। কোন রোগীকে চিকিৎসক মারতে চায় না বলে তিনি দবি করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET