
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে ভারত থেকে অবৈধভাবে আসার পথে বিপুল পরিমান সোনার গহনা ও উট পাখির বাচ্চা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (২১ এপ্রিল) ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ও পদ্ম শাখরা সীমান্ত থেকে এসব আটক করা হয়। তবে, এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
জব্দকৃত সোনার গহনার মধ্যে রয়েছে, ১১টি চেইন, ১১টি নাকফুল ও ৭৭টি আংটি। এছাড়া আটক উট পাখির সংখ্যা ৭৫।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ভোররাতে সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত থেকে ৭৫টি উটপাখির বাচ্চা ও সকালে কুশখালী থেকে বেশ কিছু সোনার গহনা আটক করা হয়েছে।
আটক বাচ্চাগুলো প্রাণিসম্পদ অফিসে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এছাড়া সোনার গহনাগুলোও জুয়েলার্সে নিয়ে দাম নির্ধারণ করা হবে।