
ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ৯নং সাতভিটা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালন করা হয়। শনিবার দুপুর ২ ঘটিকার সময় সাতভিটা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন বক্তারা। এসময় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানায় তারা।
পরে আলোচনা শেষে ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো. বেলাল হোসেন, আকতার খান, সাতভিটা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শহিদুল মোল্লা, সাধারণ সম্পাদক মো. রশিদ, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মজিদ মোড়ল, শাহিদ খান, সাদিকুল মোল্লা, মো. বাতেন, মো. অপু প্রমুখ।