গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সময়ে পাশাপাশি স্থানে উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপে সভা আহবান করায় শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজ এই আদেশ জারি করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজ জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহারিয়া খাঁন বিপ্লব রোববার সকাল ১০টায় সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে উপজেলা কমিটির সভা আহবান করেন।
অপরদিকে; উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার একই সময়ে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে দলের এক জরুরী সভা আহবান করেন। এ নিয়ে দু’গ্রুপেই প্রচার-প্রচারণা চালান।
উভয় স্থানে সভা চলাকলীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ শান্তি শৃঙ্খলা ভঙ্গ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘিœত হওয়ার আশংকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ১৪৪ ধারা জারি করা হয়। এব্যাপারে সাদুল্লাাপুর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।