১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাদুল্লাপুরে দাফনের ১৮ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন




সাদুল্লাপুরে দাফনের ১৮ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২১ ২০২১, ১৯:১১ | 738 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছকু মিয়া নামে এক রিকশা চালকের মরদেহ দাফনের ১৮ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
সোমবার (২১ জুন) দুপুরে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেনসহ সাদুল্লাপুর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মামলার বাদী ছকু মিয়ার ছেলে মোজাম্মেল হক বলেন, মন্টু মিয়া গংদের নির্যাতনের শিকার হয়ে আমার বাবা ছকু মিয়া মারা গেছে। আমাকে ঘরে তালা দিয়ে বাবার লাশ কবর দেয় তারা। এখন আমাকে ও আমার এতিম বোনকে তারা বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি ওদের বিচার চাই।
সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, আদালতের নির্দেশে কবর মরদেহ উত্তোলন করা হয়েছে। মরদেহ রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।
এরআগে গত ১৬ জুন নির্যাতনে ছকু মিয়ার মৃত্যুর অভিযোগে তার ছেলে মোজাম্মেল হক আদালতে মামলা করেন। আদালতের বিচারক শবনম মুস্তারী সাদুল্লাপুর থানাকে মামলা রেকর্ডভুক্ত করে কবর থেকে মরদেহ উত্তোলনসহ প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য; সাদুল্লাপুর উপজেলার পূর্ব দামোদরপুর গ্রামের ৬ ভাই আলমগীর, আংগুর, রনজু, মনজু, সনজু ও মন্টু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় দাদনের ব্যবসা করছিলেন। দীর্ঘদিন ধরে ছয় ভাইয়ের সঙ্গে রিকশাচালক ছকু মিয়ার পারিবারিক ও দাদনের টাকা নিয়ে বিরোধ চলছিল। এছাড়া ছকুর ছেলের সঙ্গে মন্টু মিয়ার মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে পুনরায় বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে গত ১৫ মে সন্ধ্যা ৭টার দিকে ছকু মিয়ার বাড়িতে গিয়ে তাকে মারধর করেন ৬ ভাইসহ তাদের লোকজন। পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় ছকু মিয়া মারা যান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET