
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জুলাই) সকালে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. আবদুল মতিন। উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজ-এর সভাপতিত্বে বিশেষ অতিথির পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন জনাব ডা. আ. ম. আখতারুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহরিয়ার খান বিপ্লব প্রমুখ। এসময় উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এ.টি.এম দিদারুল ইসলাম, মোছা. ইসরাত জাহান স্মৃতি, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মন্ডলসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক ছাড়াও সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় করোনা প্রতিরোধে কঠোর লকডাউন কার্যকর, মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ, সচেতনতা বৃদ্ধি, করোনা প্রতিরোধে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, বাজার কমিটি গঠন, করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা, করোনা উপসর্গের রোগীদের পরীক্ষার আওতায় আনা এবং তাদের হোম আইসোলেশন নিশ্চিতকরণ, কোভিড-১৯ ভ্যাকসিনেশন ইত্যাদি বিষয়ে বক্তারা মুল্যবান মতামত প্রদান করেন। সভা শেষে অতিথিবৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্লু-কর্নার, করোনা আইসোলেশন ওয়ার্ড, কোভিড-১৯ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।