
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
টঙ্গীতে ইজতেমা ময়দানে সা’দ পন্থীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের আইনের আওতায় আনতে বিক্ষুদ্ধ হয়ে উঠেছে তাবলিগ জামায়াতের বিভিন্ন পর্যায়ের অনুসারীরা। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ শহীদুল ইসলামের নিকট স্মারকলিপি দিয়েছে চৌদ্দগ্রাম থানা তাবলিগ মারকাজ আলমী শুরার নেতৃবৃন্দ। এতে তাবলিগের পক্ষে নেতৃত্ব দেন মাওলানা ওসমান গণি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম মাদরাসাই হোসাইনিয়ার মুহতামিম মাওলানা জাকারিয়া, শ্রীপুর জামেয়া মাদানিয়া মাদরাসার মুহতামিম মোহাম্মদ উল্যাহ উজানী, নারানকরা মাদরাসার মুহাদ্দিস মাওলানা রায়হান, নোয়াপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাইল হোসেন, মিয়াবাজার মাদরাসার মুফতি আবদুল হান্নান, উপজেলা মসজিদের খতিব মাওলানা ইসমাইল হোসেন, তাবলিগের ডাঃ আমিন উল্যাহ প্রমুখ।