বলিউড পরিচালক রামগোপাল ভার্মার সিনেমা নিয়ে এক্সপেরিমেন্টের শেষ নেই। ‘মেরি বেটি সানি লিওন বানানা চাহতি হ্যায়’ নামে শর্টফিল্ম নির্মাণ কেবল তার পক্ষেই সম্ভব। সানি লিওনের পর তিনি আরেক পর্নস্টারকে তুলে ধরছেন দর্শকদের সামনে। এবার রামগোপালের ক্যামেরায় ধরা দিয়েছেন প্রখ্যাত পর্নস্টার মিয়া মালকোভা। তাকে নিয়ে পরিচালক তৈরি করেছেন নিজের নতুন ছবি ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’।
দ্বিতীয় পর্নস্টার হিসেবে ভারতীয় ছবিতে কাজ করলেন মিয়া মালকোভা। সম্প্রতি এই পর্নস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানান। এজন্য রামগোপাল ভার্মাকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।
ধন্যবাদের উত্তরে পরিচালক জানিয়েছেন, এঅভিজ্ঞতা ভোলার নয়। সানির সঙ্গে কখনও কাজ করা হয়নি তার। তবে ইউরোপে গিয়ে একসঙ্গে কাজ করে মিয়ার প্রতি তার সম্মান আরও বেড়ে গেছে।
ছবির কাহিনি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে শোনা গেছে, ডকু ড্রামার মতো পুরো ছবির শুট করেছেন রামগোপাল ভার্মা। বলিউড মহলের অনুমান, ছবিতে পর্নস্টারদের জীবনের কাহিনি ফুটিয়ে তুলেছেন পরিচালক। অবশ্য তাতে তার ক্যামেরার কারসাজি তো থাকবেই। সূত্র: এনডিটিভি।