সারোয়ার হোসেন,সাপাহার( নওগাঁ)প্রতিনিধিঃ- নওগাঁ সাপাহারে এস সি আর ডি এফ প্রকল্প, কারিতাস রাজশাহী অঞ্চল এর উদ্দ্যেগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উক্ত প্রকল্পের সাপাহার নিজ কার্যালয়ে প্রায় শতাধীক অসহায় শীতার্ত নারী পুরুষ ও ছোট্র ছেলে মেয়েদের মাঝে শীতবস্ত্র কম্বল,শাড়ি ও বেবিসেট বিতরন করা হয়েছে। অপর দিকে গোয়ালা ও তিলনা ইউনিয়ন সহ সর্বমোট দুইশত বিশ(২২০)জন অসহায় শীতার্ত নারী পুরুষ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে প্রকল্পটি।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে এস সি আর ডি এফ প্রকল্পের ব্যাপক উন্নয়নের দিগ তুলে ধরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাপাহার সদর ইউপি চেয়ারম্যান মোঃ আকবর আলী , অন্যান্যর মধ্যে ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী ও জগনাথ,সাপাহার রিপোর্টার্স ফোরামের সভাপতি সাংবাদিক হাফিজুল হক,ভারপ্রাপ্ত সম্পাদক শাহজান আলী, সদস্য হোসেন আলী, এস সি আর ডি এফ প্রকল্প, কারিতাস রাজশাহী অঞ্চল এর ফিল্ড সুপার ভাইজার আঃ সালাম,সুবাস কুজুর,আলী হায়দার, কারিতাস রাজশাহী অঞ্চল সাপাহার প্রকল্পের সিও বাবুলাল তিরকী,রোস্তম আলী,আঃ রশিদ,সুলতান কবির সখিন খালকো প্রমুখ ।