২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




সাপাহারে জমিজমা সংক্রান্ত সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০১৮, ১৬:৩৭ | 699 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি:- নওগাঁর সাপাহার উপজেলার পাহাড়ীপুকুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে আহত নাজিম উদ্দীন(২০) নামের এক মাদ্রাসা ছাত্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানাগেছে পাহাড়ী পুকুর গ্রামের জাহিরুল হক নামের জৈনক ভুমিহীন কৃষক ওই গ্রামের পাশের সরকারি খাস খতিয়ান ভুক্ত প্রায় ৬০ শতক জমি দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আসছিলেন। প্রতিপক্ষ একই গ্রামের হযরত আলী উপজেলা ভুমি অফিস থেকে ওই সম্পত্তি নিজ নামে পত্তন গ্রহন করেন। উল্লেখিত ওই সম্পত্তির দখল ধরে রাখা ও জবর দখলের চেষ্টা নিয়ে বিবাদমান উভয় পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিবাদ চলে আসছিল। ঘটনার দিন গত ৪ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে পত্তন গ্রহনকারী হযরত আলীর লোকজন ওই জমির দখল নিতে গেলে ভোগ দখলে বিদ্যমান থাকা জাহিরুলের লোকজন তাদের বাঁধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। ঘটনার সময় ওই গ্রামের নইমুদ্দীনের ছেলে ও জবাই সুফিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিমের ছাত্র নাজিম উদ্দীন প্রতিপক্ষের দ্বারা মাথায় আঘাত প্রাপ্ত হয়। স্থানীয় লোকজন আহত নাজিম উদ্দীন কে তৎক্ষনিক আশংকাজনক অবস্থায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তার অবস্থার অবনতি হলে জরুরী চিকিৎসার জন্য ওই দিন তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকাল সাড়ে ১১টায় মাদ্রাসা ছাত্র নাজিম উদ্দীনের মৃত্যু হয়। এ বিষয়ে হযরত আলী বাদী হয়ে স্থানীয় থানায় প্রতিপক্ষের প্রায় ১৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে নিহত যুবক নাজিম উদ্দীনের লাশের সুরতহাল রির্পোট ও ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হলে অদ্য রোববার সকালে তার লাশ দাফন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET