৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




সাফারি পার্কে কমন ইল্যান্ডের ঘরে নতুন অতিথি

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০২১, ২০:০৩ | 735 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকান তৃণভোজী প্রাণী কমন ইল্যান্ড বাচ্চা জন্ম দিয়েছে । বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান

তিনি বলেন, আজ কোর সাফারির ভেতর সদ্যোজাত কমন ইল্যান্ড শাবকটি তার মায়ের দুধ পান করছিল। এ সময় শাবককে তার মায়ের সঙ্গে প্রথম দেখতে পান পার্কের কর্মীরা। ধারণা করা হচ্ছে, ধারণা করা হচ্ছে চার পাঁচ দিন আগে শাবকটির জন্ম হয়েছে। পার্কের বন্য প্রাণী শাখার পরিদর্শক সারোয়ার হোসেন বলেন, কমন ইল্যান্ড সাধারণত একবারে একটি বাচ্চার জন্ম দেয়। এদের গর্ভকালীন সময় ৯ মাস। বন্য পরিবেশে এদের গড় আয়ু ২০ থেকে ২৫ বছর। নারী কমন ইল্যান্ড দুই থেকে তিন বছরে প্রাপ্তবয়স্ক হয়। পুরুষ প্রাপ্তবয়স্ক হয় চার থেকে পাঁচ বছরে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, ‘অনুকূল পরিবেশ ও পরিচর্যায় আমরা নিয়মিত প্রাণীদের বাচ্চা পাচ্ছি। নতুন কমন ইল্যান্ড সদস্য ভিন্ন মাত্রার সৃষ্টি করবে বলে আমাদের বিশ্বাস।’

সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কমন ইল্যান্ড অ্যান্টিলোপ প্রজাতির আফ্রিকান প্রাণী। আফ্রিকা মহাদেশের অনেক স্থানে এদের দেখা যায়। তিনি আরও জানান, মেয়ে কমন ইল্যান্ডের ওজন প্রাপ্তবয়স্ক অবস্থায় ৩০০-৬০০ কেজি পর্যন্ত হতে পারে। পুরুষের ওজন ৪০০ থেকে ৯০০ কেজি। এদের দেহের দৈর্ঘ্য মেয়ের ক্ষেত্রে ৮০-১১০ ইঞ্চি ও পুরুষের ৯৪-১৩৬ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এরা মূলত তৃণভোজী। সাফারি পার্ক প্রতিষ্ঠার পর ২০১৫ সালের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা থেকে একটি মেয়ে ও একটি পুরুষ কমন ইল্যান্ড আনা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET