
মোঃ জহির রায়হান-সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের শাহজাদপুরে সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যা¤িপয়নশীপের সেরা খেলোয়াড়, গোল্ডেন বুট জয়ী আঁখি খাতুনসহ তার পিতা-মাতা ও কোচ মুনসুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে।বুধবার বিকেলে ড.মযহারুল ইসলাম স্মৃতি পরিষদ থেকে শাহজাহাদপুর পৌরশহরের শক্তিপুর নুরজাহান ভবনে এ সংবর্ধনা দেয়া হয়।
ড. মযহারুল ইসলাম স্মৃতি পরিষদের সভাপতি আব্দুর জব্বারের সভাপতিত্বে ও সদস্য আসাদ উদ্দিন তুষারের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য প্রফেসর আব্দুল খালেক,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা,বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এম.পি চয়ন ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ড: মযহারুল ইসলাম স্মৃতি পরিষদের এ্যাডভোকেট মশিউর রহমান,শাহজাদপুর ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক আসলাম আলী প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে নগদ ১লক্ষ টাকা,বুট,জার্সি,বই ক্রেষ্টসহ বিভিন্ন উপহার সামগ্রী আখিঁর হাতে তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত সাফ অনুর্ধ-১৫ নারী ফুটবল চ্যা¤িপয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যা¤পয়ন হয় বাংলার বাঘিনী কন্যারা। টুর্ণামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হয়ে গোল্টেন বুট লাভ করেন আঁখি খাতুন।