
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ- কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নীকে নাশকতার মুল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করে কোতয়ালী মডেল থানায় মামলার তীব্র নিন্দা প্রতিবাদ ও অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহেরর দাবি ঝিকরগাছা উপজেলা বিএনপির। ঝিকরগাছা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হারুণ অর রশীদ ও সাধারন সম্পাদক মোর্তজা এলাহী টিপু জানিয়েছেন, বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতা আকড়ে রাখতে কৌশলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দ্বারা একেরপর এক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় জড়িয়ে জনগনের কন্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে। পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িবাড়ি তল্লাশীর নামে ভিত্তির সৃষ্টি করা হচ্ছে। এসব করেও সরকারের শেষ রক্ষা হবেনা বলেও তারা জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইনি লড়াইয়ের মাধ্যমে খালাস পাবে এবং বিএনপির আন্দোলনেই এদেশে গনতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে বলেও তারা জানিয়েছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার কোতয়ালী মডেল থানার এইআই হাসানুর রহমান বাদি হয়ে যশোর-২ আসনের সাবেক এমপি মোহাদ্দিস আবু সাঈদসহ ২৬ জনকে অভিযুক্ত করে মামলা করে।