বরিশাল প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৭৬লাখ ২৪হাজার টাকা ব্যয়ে নির্মিত নতুন চৌদ্দমেধা হাজী হোসেন তালুকদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের চৌদ্দমেধা নতুন স্কুল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ.রইচ সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, রাজিহার ইউপি চেয়ারম্যান মো.ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম তালুকদার, রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বিজয় কৃষ্ণ গাইন ও চৌদ্দমেধা হাজী হোসেন তালুকদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুশেন চন্দ্র জয়ধর প্রমুখ।