নয়া আলো-
সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের মালিকানাধীন হাসপাতাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
এ সময় নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার সাহা জানান, কে বা কারা এনাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভ্যানের ওপর অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহটি ফেলে রেখে পালিয়ে যায়। অনেকক্ষণ পরে থাকার পরও কেউ মরদেহটি না নেয়ায় থানা পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।